Latest News

6/recent/ticker-posts

Ad Code

কংগ্রেসের প্রার্থীদের হুমকি ও ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কংগ্রেসের প্রার্থীদের হুমকি ও ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে 


Congress flag



সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:- 


বর্ধমান ১ পঞ্চায়েত সমিতির সারাইটিকর গ্রাম পঞ্চায়েতের ১০নং সংসদ ৭৩ নং পার্টের কংগ্রেসের প্রার্থী মহ: মুরসালিন ফারহান এবং সারিকা বেগম।পোস্টার ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করে শাসক দল তৃণমূল কংগ্রেস।




কার্যত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে গোটা জেলা জুড়ে চলছে রাজনৈতিক উত্তেজনা। কোথায় বিরোধীদের মারধোর তো কোথাও দেখে নেওয়ার হুমকি। কোথাও আবার বিরোধীদের দলীয় ফ্লাগ ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগে শাসকের বিরুদ্ধে ।



এমনি এক অভিযোগ নিয়ে থানার দারস্হ হলেন বিরোধ দল জাতীয় কংগ্রেস।

বর্ধমান ১ ব্লকের সরাই টিকর গ্ৰাম পঞ্চায়েত উত্তর পাড়ার এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য সৃষ্টি হলো গোটা রাজনৈতিক মহলে।



কংগ্রেস প্রার্থীদের অভিযোগ সারাইটিকর পঞ্চায়েত উত্তর পাড়াতে কংগ্রেসের সমস্ত ফ্ল্যাগ ফেস্টুন দলীয় পতাকা ছিঁড়ে দিয়েছে তৃণমূল,এছাড়া রীতিমতো হুমকি ও মেরে ফেলার সাসানি দিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। এমত অবস্থায় বুকফুলিয়ে লড়াই করবে বলে সাফ জানিয়ে দেন কংগ্রেসের প্রার্থীরা। কিন্ত্ত কংগ্রেসের প্রার্থীর পরিবার ও কর্মীরা রীতিমতো আতঙ্কিত তৃণমূলের দাপাদাপিতে।




অন্যদিকে তৃনমূল কংগ্রেসের প্রার্থী সেলিম শেখ জানান,কংগ্রেসের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন,গতকালই তাঁরা ফ্ল্যাগ ফেস্টুন টাঙিয়েছে সুতরাং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই এলাকায় যা উন্নয়ন হয়েছে তাতে করে ১০০% জয়লাভ করবো,আর কংগ্রেস যদি ভয় পেয়ে থাকে তাহলে আমি নিজে দাঁড়িয়ে তাদের ফ্ল্যাগ ফেস্টুন দাঁড়িয়ে লাগিয়ে দেব,কার্যত তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতি করে না। গণতন্ত্রর দেশে সকলের অধিকার ও স্বাধীনতা আছে সমস্ত কাজকর্ম করার,সার্বিকভাবে কংগ্রেসের এরকম অভিযোগ একেবারে ভিত্তিহীন।



তৃণমূল কংগ্রেসের বর্ধমান জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন কংগ্রেস নিজেদের পতাকা নিজেরাই ছিঁড়েছে।কংগ্রেস এসব মিথ্যা কথা বলে তৃণমূলে উপর দোষ চাপাতে চাইছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code