Cricketer Ayesha Naseem: ইসলামের টানে ক্রিকেট ছাড়লেন উঠতি প্রতিভা আয়েশা নাসিম

Ayesha Naseem


ক্রিকেট ছেড়ে ইসলামের পথে পা বাড়ালেন পাকিস্তানের মহিলা ক্রিকেটার। মাত্র ১৮ বছর বয়স আর তাতেই ক্রিকেট জগতে নিজের ছাপ তৈরি করে ফেলেছেন সেই মহিলা ক্রিকেটার। আচমকাই ক্রিকেট থেকে অবসর নিলেন তরুণ প্রতিভা। পাকিস্তানের (Pakistan) প্রতিভাবান সেই মহিলা ক্রিকেটার আয়েশা নাসিম।



আয়েশা নাসিমের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ হিসেবে ইসলামের আদর্শে বাকি জীবনটা চলতে চান বলেই জানিয়েছেন তিনি। পাক ক্রিকেট বোর্ডকে (PCB) চিঠি লিখে আয়েশা জানিয়েছেন, “আমি ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। এবার ইসলাম ধর্মের আদর্শ অনুযায়ীই সারা জীবন কাটাতে চাই।”



২০২০-সালে মাত্র ১৫ বছর বয়সে ক্রিকেটে অভিষেক আয়েশার। এরপর ৪টি ওয়ানডে এবং ৩০টি টি২০ খেলেছেন। কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আক্রাম তাঁর প্রশংসা করেছেন।



কেরিয়ার শুরু হতে না হতেই এভাবে ইসলাম ধর্মের আদর্শ অনুযায়ী জীবন কাটাতে অবসরের নজির অবশ্য এর আগেও দেখা গিয়েছে। ‘দঙ্গল গার্ল’ জায়রা ওয়াসিমও এইভাবেই কয়েক বছর আগে অভিনয়ের কেরিয়ার আচমকাই ছেড়ে দিয়েছিলেন। সানা খানও একই ভাবে অভিনয় জগতকে বিদায় জানিয়েছেন।