Alapan Bandyopadhyay: ওয়েবেলের চেয়ারম্যান পদে বসানো হল মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলাপন বন্দোপাধ্যায়কে
অবসর নেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন আইএএস অফিসার আলাপন বন্দোপাধ্যায়কে গুরুত্বপূর্ণ দায়িত্বে রেখেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেষ্টা পদে দায়িত্ব পেয়েছিলেন। এবার ওয়েবেলের চেয়ারম্যানের (Webel Chairman) দায়িত্ব দেওয়া হল তাঁকে।
রাজ্য সরকারের অধীনে ওয়েবেল এবং ওয়েবেল টেকনোলজি নামে দু’টি সংস্থা রয়েছে। রাজ্যে বিভিন্ন তথ্যপ্রযুক্তি এবং ইলেকট্রনিক্সের সংক্রান্ত প্রকল্পের দায়িত্বে রয়েছে ওয়েবেল। ওয়েবেলের চেয়ারম্যান পদে বসানো হল আলাপনকে । সরকার নিয়ন্ত্রণাধীন সংস্থার অতিরিক্ত দায়িত্ব পেলেন আলাপন।
২০২১ সালের ৩১ মে অবসর গ্রহণ করেন আলাপন বন্দোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে একাধিক সচিবের পদে দায়িত্ব সামলেছেন আলাপন বন্দোপাধ্যায়। পরিবহণ, এমএসএমই, বাণিজ্য ও শিল্প, তথ্য ও সংস্কৃতি দফতরের দায়িত্ব সামলেছেন। পরে তাঁকে মুখ্যসচিবের দায়িত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবসরের পর মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এবার ওয়েবেলর চেয়ারম্যান পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল তাঁকে।
আগে এই সংস্থার চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন সমর ঝাঁ। তাঁর জায়গায় বসানো হল আলাপন বন্দ্যোপাধ্যায়কে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊