Latest News

6/recent/ticker-posts

Ad Code

Abhishek Banerjee: নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দোপাধ্যায়

Abhishek Banerjee: নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দোপাধ্যায়


Abhishek Banerjee

নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ করেছে অভিষেককে। তবে আদালতের নির্দেশ এখনই কোনো পদক্ষেপ করা যাবে না অভিষেকের বিরুদ্ধে। এমনকি অভিষেককে গ্রেফতার করতে হবে কিনা ইডির তা জানতে চায় আদালত। 



এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (‌ইডি)‌ করা এফআইআর খারিজ করতে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন অভিষেক। সেই মামলায় আগামী সোমবার পর্যন্ত হাইকোর্টের রক্ষাকবচ পেল অভিষেক বন্দোপাধ্যায়। আগামী সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে আবার এই মামলার শুনানি হবে। 



কুন্তল ঘোষের বিতর্কিত মন্তব্য এবং চিঠির জেরে নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন আদালত জানতে চায়, 'অভিষেককে গ্রেফতার করার প্রয়োজন আছে কি। তাঁকে হেফাজতে নিয়ে জেরা করার দরকার আছে।’‌ ইডি সেভাবে কোনও উত্তর দিতে পারেনি। আগামী সোমবার ইডিকে অভিষেকের বিষয়ে যাবতীয় নথি ও তথ্য আদালতে পেশ করতে নির্দেশ দেন। তবে ইডির আইনজীবী জানান অভিষেককে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code