Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটা 2 ব্লকের সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় ডিসিআরসি স্ট্রং রুমে কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী

দিনহাটা 2 ব্লকের সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় ডিসিআরসি স্ট্রং রুমে কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী

Dinhata 2 strong room



৮ই জুলাই রাজ্যে হয়েছে এক দফায় পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ। জায়গায় জায়গায় অশান্তি, ভোটলুট, ছাপ্পার খবর সামনে আসে। এরপর সোমবার রাজ্যের ৬৯৭টি পুনর্নির্বাচন। এদিকে কোচবিহার জেলার দিনহাটা দুই নং স্ট্রং রুম কড়আ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায়। 



শনিবার ভোর রাত পর্যন্ত একের পর এক ব্যালট বাক্স এসে পৌঁছায়, সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের DCRC তে। রবিবার বিকেলের পর থেকে দেখা যায় সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের DCRC সেন্টারের সামনে , কেন্দ্রীয় বাহিনীর প্রহরায়। স্ট্রং রুম মুড়ে ফেলেছে তারা। 



আগামী ১১ই জুলাই মঙ্গলবার , পঞ্চায়েত নির্বাচনের গণনা প্রক্রিয়া শুরু হবে। রাজ্যের পঞ্চায়েত কার দখলে তা জানা যাবে সেদিনেই। আর ভোট বাক্স ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে রাজ্যের প্রতিটি ব্লকের স্ট্রং রুম। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code