WB Panchayat Election: ৬৯৭ বুথে পুনর্নির্বাচন, প্রতি বুথে থাকবে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী
রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহনের দিন জায়গায় জায়গায় অশান্তি, ভোটলুট, ছাপ্পা হয়। এদিকে আগামীকাল রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের পুনরায় ভোট গ্রহন। আগামীকাল মোট ৬৯৭ বুথে সোমবার পঞ্চায়েতের পুনর্নির্বাচন, প্রতি বুথে থাকবে ‘হাফ সেকশন’ কেন্দ্রীয় বাহিনী। শান্তিপূর্ণ নির্বাচন করানোর লক্ষ্যে প্রতিটি বুথে চার জন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। রাজ্যের ২২টি জেলার মধ্যে ১৯টিতেই পুনর্নির্বাচন হবে বলে জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন।
সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সম্পূর্ণ কেন্দ্রীয়বাহিনীর নজরদারিতে রাজ্যে আবার ভোট হবে ৬৯৭টি বুথে। রবিবার রাত সাড়ে ৯টার সময় এই তথ্য জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। ঝাড়গ্রাম, দার্জিলিং ও কালিম্পং বাদে ১৯টি জেলাতেই পুনরায় ভোট। সবথেকে বেশি বেশি পুনর্নির্বাচন হবে মুর্শিদাবাদে। মোট ১৭৫টি বুথে হবে নির্বাচন।
একনজরে রাজ্যের ১৯টি জেলায় পুনর্নির্বাচন
১) পুরুলিয়া - ৪
৩) নদীয়া - ৮৯
৪) মুর্শিদাবাদ - ১৭৫
৫) পশ্চিম মেদিনীপুর - ১০
৬) বীরভূম - ১৪
৭) জলপাইগুড়ি - ১৪
৮) উত্তর চব্বিশ পরগনা - ৪৬
৯) আলিপুরদুয়ার - ১
১০) হাওড়া - ৮
১১) দক্ষিণ চব্বিশ পরগণা - ৩৬
১২) বাঁকুড়া - ৮
১৩) হুগলি - ২৯
১৪) পূর্ব মেদিনীপুর - ৩১
১৫) কোচবিহার - ৫৩
১৬) উত্তর দিনাজপুর - ৪২
১৭) দক্ষিণ দিনাজপুর - ১৮
১৮) মালদহ - ১১০
১৯) পূর্ব বর্ধমান - ৩
২০) পশ্চিম বর্ধমান - ৬
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊