WTC Final 2023: ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জয় অস্ট্রেলিয়ার
ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জয় অস্ট্রেলিয়ার। টানা দ্বিতীয় বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেললো ভারত। দুবারেই বিপক্ষের কাছে হেরে যেত হল টিম ইন্ডিয়াকে। এদিকে প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জিতলো অস্ট্রেলিয়া। ২০৯ রানে ভারতকে হারিয়েছে অজিরা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত দিন জয়ের জন্য ভারতের দরকার ছিল ২৮০ রান। হাতে সাত উইকেট। ক্রিজে ছিল ভারতের অন্যতম সেরা ব্যাটিং জুটি বিরাট কোহলি- আজিঙ্কা রাহানে। শেষ দিনে ২৮০ রান তুললেই ইতিহাস গড়বে ভারত। কিন্তু হল না আর সেই স্বপ্নপূরণ। দশ বছরের ট্রফির খরা কাটাতে পারলো না টিম ইন্ডিয়া।
ইনিংস গড়ার চেষ্টা চালাচ্ছিলেন কোহলি ও রাহানে। কিন্তু সময় গড়তে গড়তে প্যাভিলিয়নে ফেরেন কোহলি। আর তারপরেই ফিরলেন জাদেজাও। তারপরেও চেষ্টা চালান রাহানে। ৪৬ রান করে ফেলেন রাহানে। তবে ভরতকে নিয়ে এগিয়ে গিয়েছিলেন অনেকটা। এরপর একে একে ফিরতে থাকে ব্যাটসম্যানরা। অবশেষে লজ্জার হার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊