বিরাট ভাঙ্গন ! ভোটের মুখে প্রায় ৩০০ সংখ্যালঘু পরিবার নিশীথ প্রামাণিকের হাত ধরে যোগ দিলেন বিজেপিতে
দিনহাটাঃ
ভোটের মুখে রাজ্যের পাশাপাশি কোচবিহার জেলা জুড়ে চলছে ব্যাপক দল পরিবর্তন । এবার তিন শতাধিক সংখ্যালঘু পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলো ঠিক ভোটের মুখেই।
পঞ্চায়েত ভোটের মুখে কোচবিহারের সিতাই বিধানসভার অন্তর্গত ওকড়াবাড়িতে ভাঙ্গন ধরালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। প্রায় ৩ শতাধিক সংখ্যালঘু পরিবার যোগদিলেন বিজেপিতে।
আজ দুপুর দুটো নাগাদ ভেটাগুড়িতে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন ওকড়াবাড়ি এলাকার প্রায় ৩ শতাধিক সংখ্যালঘু পরিবার। যোগদানকারি জিন্দারুল হক বলেন- দীর্ঘদিন থেকে অত্যাচারের শিকার, গোষ্ঠীকোন্দলের জন্য তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছি।
তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া এক ব্যক্তি বলেন- "৯৮ সাল থেকে তৃণমূল করি। ওকড়াবাড়ি অঞ্চলের ২৮ নাম্বার পার্টের ২৪৫ নাম্বার বুথে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতকে জিতিয়ে এখানে তৃণমূল দলকে নিয়ে আসি। কিন্তু বর্তমানে এই দল এতটা দুর্নিতিগ্রস্থ হয়ে পড়েছে, তাই দল তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছি।"
এদিন দুপুরে ভেটাগুড়িতে নিজ বাসভবনে নবাগতদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।
প্রসঙ্গত গতকাল সন্ধ্যায় উত্তপ্ত হয়ে ওঠে ওকাড়াবাড়ি বাজার এলাকা। কাউরাই এর হাজির বাজার এলাকায় গুলিবিদ্ধ হন একজন তৃণমূল কর্মী। আর আজ সেই ওকড়াবাড়ি এলাকার প্রায় ৩০০ সংখ্যালঘু পরিবার যোগদিলেন বিজেপিতে যা কোচবিহারের রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ন বলেই মনে করছেন অভিজ্ঞ মহল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊