WB Panchayat Election: সিভিক ভলান্টিয়ারদের ভোটে যুক্ত করা যাবেনা- কলকাতা হাইকোর্ট 


highcourt

বুধবার নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়ে বৃহস্পতিবার রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষন ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা (Rajib Sinha)। আর তারপরেই মনোনয়ন জমা নেওয়ার সময় নিয়ে সরব হয়েছে বিজেপি (BJP)। আদালতের (Kolkata Highcourt) দ্বারস্থ হয়েছে অন্যদিকে কংরেস কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছে। সেই মামলার শুনানিতে আদালতের স্পষ্ট বার্তা সিভিক ভলান্টিয়ার (Civic) ব্যবহার করা যাবে না। 



এদিকে, মনোনয়ন জমার সময় নিয়ে আদালতের পরামর্শ, মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো যায় কিনা সেদিকটা ভাবার জন্য কমিশনকে জানিয়েছে। পাশাপাশি, অনলাইনে মনোনয়ন জমা নিয়ে কমিশনকে জানাতে বলেছে আদালত। আদালতের পর্যবেক্ষণ,এত অল্প সময়ে ৭৫০০০ মনোনয়ন পত্র সশরীরে জমা দিতে সমস্যা হতে পারে। তাই অনলাইন মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা সেদিকে দেখার কথা জানিয়েছে আদালত। 



আগামী সোমবারের মধ্যে মনোনয়ন জমার সময়সীমা ও অনলাইন মনোনয়ন জমা করার ব্যবস্থা নেওয়ার বিষয়ে হাইকোর্টে জানাতে হবে কমিশনকে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার বিষয়ে রাজ্যের অভিমত জানাতে হবে বলেও জানিয়েছে আদালত।