ভোট কর্মীদের তথ্য ফাঁস! PDF আকারে ঘুরছে মোবাইলে, নিরাপত্তাহীনতার দাবী তুলে আদালতে মামলা


west-bengal-panchayat-election-2023



নিউজ ডেস্ক: আগামী ৮ই জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। একদিকে যখন পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আদালতে মামলা চলছে সেই সময় এবার ভোট কর্মীরা আদালতের দ্বারস্থ হলেন। অভিযোগ ভোটে ট্রেনিং পর্বের মাঝেই ফাঁস হয়ে যাচ্ছে ভোট কর্মীদের সমস্ত গোপন তথ্য। যেমন মোবাইল নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থেকে ঠিকানা পর্যন্ত।

এককথায় ভোট কর্মীদের সমস্ত গোপন তথ্য চলে গেছে আমজনতার কাছে। PDF আকারে মোবাইলে Whatsapp সহ অন্যান্য স্যোসাল মিডিয়ায় ঘুরছে ভোটকর্মীদের সমস্ত গোপন তথ্য। এবার গোপনীয়তা রক্ষার অধিকারে আদালতের দ্বারস্থ হয়েছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ।

একইসঙ্গে ভোটে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চ। মামলার অনুমতিও দিয়েছে কলকাতা হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশন দপ্তরে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ এবং সেক্রেটারি নীলাঞ্জন সান্ডিল্যের কাছে ডেপুটেশন দেওয়া হয়। সমস্ত ডকুমেন্টস তুলে ধরে দাবি জানানো হয়েছে, ভোট কর্মীদের সমস্ত তথ্য যেভাবে সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়েছে তাতে এই নিরাপত্তাহীনতা নিয়ে কোনোভাবেই ভোট কর্মীর দায়িত্ব পালন করা সম্ভব নয়।

এই নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “সমস্ত ডকুমেন্টস তুলে ধরে দাবি জানানো হয়েছে, ভোট কর্মীদের সমস্ত তথ্য যেভাবে সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়েছে তাতে এই নিরাপত্তাহীনতা নিয়ে কোনোভাবেই ভোট কর্মীর দায়িত্ব পালন করা সম্ভব নয়। এই তালিকা বাতিল করতে হবে এবং প্রতিটি বুথে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।"

তিনি আরো জানিয়েছেন- "শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের পক্ষ থেকে হাইকোর্টে মামলা করা হয়েছে। প্রধান বিচারপতি নির্বাচন কমিশনের কাছে সমস্ত রিপোর্ট চেয়েছেন। আগামী ৩ জুলাই তার শুনানি রয়েছে।"