বন্ধ বাগান খুললেও কাজে যোগ দিবে না শ্রমিকরা

Tea Garden


জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ

আগামীকাল ২০ ই জুন খুলতে চলেছে ডুয়ার্সের বন্ধ দেবপাড়া চা বাগান। তবে বাগান খুললেও খুশি নয় বাগানের শ্রমিকরা। যেকারণে রবিবার বিকেলে বৃষ্টির মধ্যেও দেবপাড়া চা বাগানের ফ্যাক্টরির সামনে জড়ো হয় শ্রমিকরা। সেখানে তারা বিক্ষোভ দেখায়। 



শ্রমিকরা ক্ষোভের সাথে জানায়, আমরাও চাই বাগান খুলুক। তবে এভাবে নয়। তাই আগামী ২০ তারিখ বাগান খোলার কথা ঘোষণা হলেও বাগান খুলতে দিবে না শ্রমিকরা। বাগানের শ্রমিক চিত্রকলা ঝা, প্রদীপ লায়েক, গীতা লায়েক, মধুমিতা ছেত্রী জানান, বাগানের শ্রমিকদের পিএফ, গ্ৰাচ্যুরিটি আপডেট হয় নাই, এরিয়ার বাকি আছে, পেমেন্ট বাকি আছে, সেখানে হঠাৎ ঘোষণা করা হলো বাগান খোলা হচ্ছে। এর আগে আমরা মালিকের সাথে একাধিকবার বৈঠক করার চেষ্টা করেছি কিন্তু সম্ভব হয়নি। অথচ বাগান বন্ধ হওয়ার পর একদিনও আসেননি পাশের চা বাগানের বাসিন্দা তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বাড়লা। সেখানে হঠাৎ তিনি গত ১৪ তারিখ বাগানে এসে ঘোষণা করে দেন আগামী ২০ তারিখ বাগান খুলতে চলেছে। এর দুদিন পরে জলপাইগুড়িতে ডেপুটি লেবার কমিশনের অফিসে ত্রিপাক্ষিক বৈঠকে একই সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রমিকদের প্রশ্ন শ্রমিকদের অন্ধকারে রেখে কিভাবে বাগান খোলার সিদ্ধান্ত হলো? মিটিং এর দুদিন আগেই তা কিভাবে ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী?



তাই শ্রমিকর সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচুরিটি, পিএফ ও বকেয়া পেমেন্ট যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত বাগান খুললেও বাগানের কাজে যাবেন না শ্রমিকরা।