IBPS RRB XII: স্নাতক যোগ্যতায় রুরাল ব্যআঙ্ক গুলোতে প্রায় ৮৬০০ শূন্যপদে নিয়োগ, এখনি আবেদন করুন
Institute of Banking Personnel Selection IBPS RRB Recruitment 2023 এর আবেদন গ্রহনের সময়সীমা বাড়িয়েছে। মনিপুরে অশান্তি ও বর্তমান আবহাওয়ার পরিপ্রেক্ষিতে ২১শে জুন ২০২৩ থেকে বাড়িয়ে RRB Recruitment এ আবেদনের সময়সীমা ২৮শে জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট ibps.in এ গিয়ে আবেদন করতে পারেন।
Officers (Scale-I, II & III) and Office Assistants (Multipurpose) পদে মোট ৮০০০ শূন্যপদে নিয়োগ করবে।
আবেদন ফী
সাধারণ / ওবিসি: 850/-
SC/ST/PH: 175/-
শুধুমাত্র অনলাইন ফি মোড ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, মোবাইল ওয়ালেট, ই চালান, ক্যাশ কার্ড ফি মোডের মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করুন
31/05/2023 তারিখে বয়সসীমা
অফিস সহকারী: 18-28 বছর।
অফিসার স্কেল I: 18-30 বছর।
সিনিয়র ম্যানেজার অফিসার স্কেল III: 21-40 বছর।
অন্যান্য পদ: 21-32 বছর।
মোট শূন্যপদ: 8611
কিভাবে আবেদন করবেন?
Visit the official site of IBPS at ibps.in.
Click on IBPS RRB Recruitment 2023 link available on the home page.
Click on Officer Scale I, II and Office Assistant posts link available.
Register yourself and fill in the application form.
Make the payment of application fees and click on submit.
Download the confirmation page.
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊