বেপোরোয়া ট্রেলার ঢুকল দোকানে, আহত ৪ 

Road Accident



জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ

বেপোরোয়া ট্রেলার ঢুকল দোকানে।চাপা পড়ল দোকান মালিক সহ মোট চার সদস্য।ট্রেলার চালক সহ সহকারীকে ধ্বংসস্তুপ থেকে প্রায় ১ ঘন্টার চেষ্টায় উদ্ধার করা হয়।ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি গয়েরকাটা গামী এশিয়ান হাইওয়ের মিলপাড়া কসমো বাজার মোড় এলাকায়।




জানা যায় গয়েরকাটার দিক থেকে একটি ভারী পন্যবাহী ট্রেলার ধূপগুড়ির দিকে যাওয়ার পথে ঐ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পাশে থাকা একটি চায়ের দোকানে ঢুকে পড়ে।ঐ ট্রেলারের গতি এতটাই ছিল যে মূল সড়ক থেকে ট্রেলার সার্ভিস রোড পেরিয়ে হাইড্রেনের উপর দিয়ে দোকান গুড়িয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ধূপগুড়ি থানার পুলিশ এবং দমকল কর্মীরা।



দীর্ঘক্ষনের চেষ্টায় দোকানের ঘরের সদস্য দের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।কিন্তু ট্রেলার চালক ও সহকারীকে কিছুতেই উদ্ধার করা সম্ভব হচ্ছিল না।প্রায় এক ঘন্টার চেষ্টায় আর্থ মুভার দিয়ে ধ্বংসস্তুপ সরিয়ে উদ্ধার করা হয়।চার জন কেই ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের চারজনকে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।



কিভাবে ঘটল এই দুর্ঘটনা তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ধুপগুড়ি থানার পুলিশ। তবে অনেকেরই অনুমান, গতকাল রাত থেকেই বৃষ্টি পড়ছিল সে বৃষ্টির জেরে গাড়ি চালকের দৃশ্যমান না মেলায় এই দুর্ঘটনা। তবে পুরো ঘটনার তদন্ত চলছে।