প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সায়নী ঘোষকে তলব ইডির
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সায়নী ঘোষকে তলব ইডির। তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষকে (Saayoni Ghosh) নোটিস পাঠিয়েছে ইডি। আগামী শুক্রবার হাজিরার জন্য সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, কুন্তল ঘোষের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তদন্তে উঠে আসে সায়নী ঘোষের নাম। সেই প্রসঙ্গেই তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।
ইডি সূত্রে খবর, তাঁর কাছ থেকে বেশ কিছু নথিও চাওয়া হয়েছে। তবে এবিষয়ে এখনও পর্যন্ত সায়নীর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। আগামী শুক্রবার, সকাল ১১টা নাগাদ ইডির দফতরে সায়নী ঘোষকে হাজিরা দিতে হবে।
জানা যাচ্ছে, কুন্তল ঘোষের গ্রেফতারির পর আর্থিক বিষয়ে তদন্ত করতে গিয়ে সায়নী ঘোষের নাম উঠে আসে। আর্থিক লেনদেন ও সম্পত্তি কেনা বেচায় সায়নী ঘোষের নাম উঠে এসেছে।
কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পরে লাগাতার তাঁর বয়ান নেওয়া হয়েছে। সেই সূত্র ধরেই সায়নী ঘোষকে তলব বলে ইডি সূত্রে খবর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊