Latest News

6/recent/ticker-posts

Ad Code

পাঁচ দিনের ব্যবধানে ফের হাতির হামলায় মৃত ১

জলপাইগুড়ির তিস্তা নদীর চরে হাতির হামলায় মৃত্যু হলো এক যুবকের


jalpaiguri



বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি র বৈকন্ঠপুর জঙ্গল সংলগ্ন তিস্তার নাথুয়ার চরের দাস পাড়া এলাকায় হামলা চালায় একদল হাতি। হাতির হামলায় মৃত্যু ১ জনের, কপাল জোড়ে পালিয়ে বাঁচল আরও এক যুবক।

জানাযায় সেই সময় নিজেদের বাদাম ক্ষেতে বাদাম তুলছিল দুই ভাই। আচমকা হাতি তাদের উপর হামলা চালায় বলে জানাযায়।

এক ভাই পালিয়ে বাঁচলেও প্রত্যক্ষদর্শীদের দাবি, সাগর দাস নামে আর এক ভাই কে পিষে মারে হাতি।

প্রসঙ্গত গত শনিবারও তিস্তা নদীর রঙধামালি সংলগ্ন চরে হাতির হামলায় মৃত্যু হয় এক মহিলার। পাঁচ দিনের ব্যবধানে ফের হাতির হামলায় মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকার লোকজন। বন দফতরের ভুমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code