Coochbehar News : কোচবিহারে তৃণমূল কংগ্রেসের উপর নির্বাচনের প্রচার সামগ্রী সরিয়ে নেওয়ার অভিযোগ
প্রধান বিরোধী বিজেপির পর এবার বাম কংগ্রেস জোটের প্রচার সামগ্রী সরিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গুড়িয়াহাটি এক এবং দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বুধবার গভীর রাতে এলাকায় বাম কংগ্রেস জোটের প্রচার সামগ্রী ব্যানার পোস্টার এবং পতাকা তৃণমূল কংগ্রেসের লোকজন খুলে নিয়ে চলে যায় বলে অভিযোগ।
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য সুব্রত মুখোপাধ্যায় অভিযোগ করে বলেন, "২০১৮ পঞ্চায়েত নির্বাচনে একপ্রকার হুমকির আশ্রয় নিয়ে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত দখল করেছিল মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, এবার ২০২৩-এ একই ধরনের কাজ করার চেষ্টা করছে। সন্ত্রাস করে ভয় দেখিয়ে জোটকে আটকে রাখা যাবে না। সাধারণ মানুষকে ভোটাধিকার দিতেই হবে।"
একই সঙ্গে উচ্চ আদালতের রায়কে তারা সমর্থন জানিয়ে বলেন, "অবিলম্বে নির্বাচন প্রক্রিয়ায় রদবদল আনা প্রয়োজন।" তবে এখনো পর্যন্ত এই ঘটনায় লিখিতভাবে কোন অভিযোগ দায়ের করা হয়নি।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ প্রার্থী তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল আহমেদ মন্তব্য করে বলেন, বর্তমানে বাম এবং কংগ্রেসের জোট সব থেকে হাস্যকর অশুভ আঁতাত। তারা ব্যানার পোস্টার লাগাবে কোথায়? প্রার্থীদেরকেই তো দেখা যাচ্ছে না। নিজেদের অক্ষমতাকে তৃণমূলের নাম দিয়ে চালানোর চেষ্টা করছে তারা।
বিস্তারিত জানতে দেখুন ভিডিও নিউজ-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊