Private School Fee : বেসরকারি স্কুলে ফি বৃদ্ধি নিয়ে কড়া পর্যবেক্ষন হাইকোর্টের



highcourt



বেসরকারি স্কুলে অধিক ফি নিয়ে কড়া মন্তব্য কলকাতা হাইকোর্টের। বিচারপতি বিশ্বজিৎ বসুর (Justice Biswajit Basu) এজলাসে বেসরকারি স্কুল গুলির অস্বাভাবিক ফি বৃদ্ধির মামলা ওঠে। সেই মামলার শুনানিতে কড়া পর্যবেক্ষন বিচারকের।




বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষন, 'ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা বিক্রয়যোগ্য পণ্য হতে পারে না, ইচ্ছেমতো টাকায় শিক্ষা বিক্রি হতে পারে না, বেসরকারি স্কুল যেমন খুশি টাকায় শিক্ষা বিক্রি করতে পারে না'।



বিচারপতি বিশ্বজিৎ বসুর (Justice Biswajit Basu) মন্তব্য 'বেসরকারি স্কুলগুলোর উপর রাজ্যের নিয়ন্ত্রণ থাকা জরুরি। এটা ঠিক যে বেসরকারি স্কুলের বেতন কাঠামো রাজ্য ঠিক করতে পারে না। কিন্তু কোথাও বলা নেই যে বেসরকারি স্কুলের উপর রাজ্যের কোনও নিয়ন্ত্রণ থাকবে না। ২০১২ সালের আইন বলছে রাজ্যের সায় থাকতে হবে'।




স্কুলের বেতন বৃদ্ধিতে নিয়ন্ত্রন নেই বলেই জানিয়েছে সিবিএসই সিদ্ধান্ত নেবে রাজ্য। এদিন আদালত সুষ্ঠু সমাধান চায় বলেই জানিয়েছে। মামলার পরবর্তী শুনানি ২১শে জুন।