How To Download West Bengal Voter List 2023 


voter list



আগামী ৮ জুলাই রাজ্য জুড়ে পঞ্চায়েত সাধারণ নির্বাচন। একদফায় ভোট হবে সব জেলায়। টান টান উত্তেজনা শুরু হয়েছে নমিনেশন সাবমিটের দিন থেকেই। উত্তেজনা রয়েছে ভোটা দাতাদের মাঝেও। তবে আপনি কি জানেন, নতুন ভোটার লিস্টে (Voter List 2023) আপনার নাম রয়েছে কিনা?


ইতিমধ্যে ভোটার কার্ডের নতুন নামের লিস্ট (Voter List 2023) প্রকাশিত হয়েছে। নতুন লিস্টে আপনার নাম রয়েছে কি না কিভাবে দেখবেন? কীভাবে জানবেন আপনার Part নাম্বার বা Serial নাম্বার?


চিন্তার কারন নেই, নিজের মোবাইলেই দেখতে পাবেন আপনার ভোটার লিস্টের (Voter List 2023) সমস্ত তথ্য।


ভোটার লিস্ট ডাউনলোড ২০২৩ (How To Download West Bengal Voter List 2023 )


১) প্রথমে আপনাকে ceowestbengal.nic.in এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।


২) এরপর Electoral Roll এ ক্লিক করুন।


৩) পরবর্তী পেজে Electoral Roll (Voter List) এ ক্লিক করুন।


৪) এরপর জেলার নাম সিলেক্ট করুন।


৫) পরবর্তী পেজে বিধানসভার নাম ও পোলিং সেন্টার সিলেক্ট করে আপনার ভোটার লিস্ট ডাউনলোড (Voter List Download) করে নিন।


৬) এরপর দেখে নিন Voter List এ আপনার নাম রয়েছে নাকি ।


Voter List Download Click Here .


Related Topic : 

voter list west bengal, voter list pdf, voter list download, voter list 2023 west bengal, check my name in voter list, voter list by name, voter list 2023 west bengal pdf download, voter list 2023 pdf download