Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রার্থী না হয়েও ভোট প্রচারে বিদায়ী প্রধান, বাজার এলাকায় ঘুরে ঘুরে চলছে প্রচার

প্রার্থী না হয়েও ভোট প্রচারে বিদায়ী প্রধান, বাজার এলাকায় ঘুরে ঘুরে চলছে প্রচার

Vote campaign


জলপাইগুড়ি,জয়ন্ত বর্মণ

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে জোরদার প্রচার শুরু হয়েছে গ্ৰামে গঞ্জে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের পাশাপাশি নেতারা প্রচারে নেমেছেন। চলছে মিটিং, মিছিল, কর্মীসভা। 



শনিবার দুপুরে ডুয়ার্সের ক্রান্তি ব্লকের লাটাগুড়ি গ্ৰাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান জগবন্ধু সেন এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী না হয়েও প্রচারে নেমেছেন। গ্ৰাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সমস্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জিতিয়ে আনতে জোরদার প্রচারে নেমেছেন তিনি। 


এদিন লাটাগুড়ি গ্ৰাম পঞ্চায়েতের ২০/২৩৯ বুথের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কবিতা সেনের হয়ে ক্রান্তি মোড় এলাকায় প্রচার চালান তিনি। গত পাঁচ বছরে গ্ৰাম পঞ্চায়েতের কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো তুলে ধরে সেখানকার ব্যবসায়ীদের কাছে ভোট দেওয়ার আবেদন করেন। 


এছাড়াও পাশ্ববর্তী এলাকায় দিনভর প্রচার চলবে বলে জানান তিনি। গ্ৰাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সবকয়টি আসন তৃণমূল কংগ্রেস জিতবে বলে দাবি তার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code