Latest News

6/recent/ticker-posts

Ad Code

Dhupguri News: কৃষক বিক্ষোভে উত্তাল ধুপগুড়ি, গরুকে দিয়ে খাওয়াচ্ছে ঢ্যাঁড়স

Dhupguri News: ফের ধূপগুড়ি সুপার মার্কেটে ঢ্যাঁড়স ফেলে দিয়ে বিক্ষোভ কৃষকদের

cows



বাজারে ঢ্যাঁড়সের চাহিদা নেই ,এমনকি ঢ্যাঁড়স কেনার জন্য কোন পাইকার আসছে না। তাই ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার হাটে বিক্রি করতে নিয়ে আসা ব্যাগ ভর্তি ঢ্যাঁড়স রাস্তায় ফেলে দিয়ে বিক্ষোভ দেখালো কৃষকরা। আজ সকাল থেকেই কৃষকদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠে ধূপগুড়ি সুপার মার্কেট এলাকা। 
 

কৃষকদের অভিযোগ, কেনাতো দূরের কথা,একজন পাইকারও ঢ্যাঁড়সের দাম করতে আসে না। কালিরহাট ,শালবাড়ি সহ বিভিন্ন এলাকা থেকে গাড়ি ভাড়া দিয়ে হাটে ঢ্যাঁড়স নিয়ে এসে ভাড়ার টাকাও উঠছে না।

তাই বাধ্য হয়ে কুইন্টাল কুইন্টাল ঢ্যাঁড়স রাস্তায় ফেলে দিয়েছে কৃষকরা। এমনকি অনেকে আবার গরুকে দিয়ে খাওয়াচ্ছে ঢ্যাঁড়স।

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে সুপার মার্কেটে একইভাবে প্রতিবাদ জানায় কৃষকরা। ঢ্যাঁড়স বিক্রি করতে না পেরে কার্যত খালি হাতেই বাড়িতে ফিরতে হচ্ছে কৃষকদের।

এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। পুলিশ কৃষকদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করার চেষ্টা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code