Abhishek Banerjee: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দোপাধ্যায়কে তলব ইডির
সিবিআইয়ের পর এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দোপাধ্যায়কে তলব করলো ইডি। সূত্রের খবর, মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দোপাধ্যায়কে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি। এদিকে ইডির হেফাজতে রয়েছেন কালীঘাটের কাকু।
১৪ তারিখ পর্যন্ত হেফাজতে 'কাকু', ১৩ জুন অভিষেককে ইডির তলব। 'কালীঘাটের কাকু'র হেফাজতের মেয়াদ শেষের একদিন আগে অভিষেককে তলব। গত ২০ মে কুন্তলের চিঠির প্রেক্ষিতে অভিষেককে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই।
আজ প্রায় সাড়ে তিন ঘণ্টা অভিষেক-পত্নী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করে ইডি। তার পরই সন্ধের দিকে জানা যায়, মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তলব করা হয়েছে। সিবিআইয়ের পর এবার নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে নোটিস পাঠাল ইডিও, বলছে সূত্র।
0 মন্তব্যসমূহ
thanks