বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার কবলে দিনহাটার ছেলে ! পথচেয়ে ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী
সিতাই:
বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার কবলে দিনহাটার সিতাই বিধানসভার ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের মহেশ্বর গ্রামের বছর ২২ এর যুবক জিসান আলম। গত শুক্রবার থেকে ৭২ ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে সে।
জেলা প্রশাসন বারংবার রেল দপ্তর ও উড়িষ্যা সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন তবে এখনো খোঁজ মেলেনি জিসানের। ছেলে বাড়ি ফেরার আশায় উৎকণ্ঠায় রয়েছে মা, পাশাপাশি স্বামীর বাড়ি ফেরার আশা নিয়ে অপেক্ষা করছেন অন্তঃসত্ত্বা স্ত্রী।
তবে আজ দুপুর থেকে জিসান ট্রেন দুর্ঘটনায় আর্ বেচেঁ নেই এমন একটি কথা ছড়িয়ে পড়ে। এই কথা ছড়িয়ে পড়তে আরও বেশি চিন্তায় পড়ে যায় তার পরিবারের সদস্যরা।
সেই খবর পেয়ে পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানো এবং তাদের সাহস যোগানোর জন্য সেখানে পৌঁছায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, জেলা তৃণমূল সভাপতি অভিজিত দে ভৌমিক, NBSTC চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, জেলা তৃণমূল সাধারণ সম্পাদক নূর আলম হোসেন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।
0 মন্তব্যসমূহ
thanks