Coochbehar Air : কোচবিহার-কলকাতা বিমান পরিষেবা নিয়ে বড় খবর
কোচবিহার বিমান বন্দর |
দীর্ঘ টালবাহানার পর কোচবিহার বিমানঘাটি (Coochbehar Air) থেকে নিয়মিত বিমান পরিষেবা চালু হয়েছে কয়েকমাস ধরে। যদিও মাত্র ৯ সংখ্যক আসনের বিমান, তবুও কোচবিহারের মানুষের দীর্ঘদিনের দাবী পূরণ হয়েছে। এবার আরও এক বড় খবর সামনে এলো।
প্রথম অবস্থায় সপ্তাহে ৫ দিন মিলতো এই পরিষেবা (Coochbehar Air), তারপর গত ২২ এপ্রিল থেকে সপ্তাহে ছয় দিন কোচবিহার-কলকাতা বিমান (Coochbehar Air) চলাচল করা শুরু হয়। রবিবার বন্ধ থাকত পরিষেবা।
তবে যাত্রীদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এবার সিদ্ধান্তে বদল ঘটলো। এবার থেকে সপ্তাহে সাত দিনই কোচবিহার-কলকাতা বিমান (Coochbehar Air) পরিষেবা চলবে। সপ্তাহে প্রতিদিনই বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান সংস্থা।
শুরুতে মাত্র ৯৯৯ টাকায় বিমান (Coochbehar Air) চললেও এখন কোচবিহার থেকে কলকাতা যেতে খরচ ৩৮৯৬ টাকা । প্রতিদিন দুপুর ১২ টা ১৫ মিনিটে কোচবিহার বিমানবন্দরে অবতরণের ১৫ মিনিট পর ছাড়বে এই বিমান। বাংলাদেশের উপর দিয়ে কলকাতায় পৌঁছে যাবে মাত্র ১ ঘন্টা ৫৫ মিনিটে। ভুবনেশ্বর জামশেদপুর বাংলাদেশ হয়ে কোচবিহারে আসবে এই বিমান ।
কীভাবে বুকিং করবেন কোচবিহার-কোলকাতার বিমানের (Coochbehar Air) টিকিট? এই জন্য নীচে ইন্ডিয়ান ওয়ান এয়ার এর ওয়েবসাইটে ক্লিক করে খুব সহজেই আপনার টিকিট বুক করতে পারবেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊