Dinhata BJP : দিনহাটায় দিনে দুপুরে খুন বিজেপি কর্মী, ব্যাপক চাঞ্চল্য এলাকায়
কোচবিহার: পঞ্চায়েত নির্বাচন এখনও ঘোষণা করা হয়নি, তবে তার আগেই তুলকালাম পরিস্থিতি দিনহাটায়। শুক্রবার কোচবিহার জেলার দিনহাটায় বিজেপির ২৩ নং মন্ডল সাধারণ সম্পাদক প্রশান্ত রায় বসুনিয়াকে দিনে দুপুরে গুলি করে হত্যা করার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।
দিনহাটার পুটিমারি গ্রাম পঞ্চায়েত এর শিমুলতলা এলাকায় এই বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে বিজেপি কর্মীকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার প্রতিবাদে মৃত বিজেপি কর্মীর মৃতদেহ আটকে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা।
ঘটনার পর ওই বিজেপি কর্মী বাড়িতে যান কোচবিহারের দুই বিধায়ক সহ ফালাকাটার বিধায়ক। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ সরাসরি নাকচ করা হয়েছে।
0 মন্তব্যসমূহ
thanks