বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় বাংলা থেকে এখনও পর্যন্ত ৬২ জন মারা গিয়েছেন, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় বাংলা থেকে এখনও পর্যন্ত ৬২ জন মারা গিয়েছেন, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় 

Mamata Banerjee


বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় বাংলা থেকে এখনও পর্যন্ত ৬২ জন মারা গিয়েছেন। এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।




রাজ্যের কাছে মৃতদের তালিকা পৌঁছেছে আল তারপরেই আজ সাংবাদিক বৈঠকে পরিসংখ্যান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, এখনও ১৮২ জনকে শনাক্ত করা যায়নি। জেলায় জেলায় ছবি পাঠানো হয়েছে, শনাক্তকরণের জন্য (Odisha Train Accident)।




বালেশ্বরেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর আজ বিকেলে সাংবাদিক বৈঠক করেন। সেখানে বলেন, "লাগাতার পরিস্থিতির দিকে নজর রাখছি আমরা। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। প্রচুর মানুষের প্রাণ গিয়েছে। প্রিয়জনকে খুঁজে পাচ্ছে না অনেক পরিবার।"




জানা যাচ্ছে, ১৮২ জনকে এখনো শনাক্ত করা যায়নি। বালেশ্বর থেকে এনে এখনও পর্যন্ত ২০৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওড়িশায় এখনও রয়েছেব ৭৩ জন আহত। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন ৫৬ জন।

বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় বাংলা থেকে এপর্যন্ত মৃত ৬২, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় #TrainAccident

Posted by Sangbad Ekalavya on Sunday, June 4, 2023

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ