এবার জেলায় তথা ধূপগুড়ির সেরা সেবিকা হিসেবে ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার পাচ্ছেন অবিস্মিতা ঘোষ। খুশীর হাওয়া ধূপগুড়িতে ।

Abishmita Ghosh




জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ

মঙ্গলবার ভারতীয় নার্সিং ফেডারেশনের তরফে একটি তালিকা প্রকাশ পায়, আর তাতেই দেখা যায় পশ্চিমবঙ্গ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে স্থান পায় ধুপগুড়ির অবিস্মিতা ঘোষ। 



সূত্রে জানা গেছে ২০২২ সালের ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড পাচ্ছেন ধূপগুড়ির অবিস্মিতা। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের 14 জনের এই তালিকা প্রকাশ করা হয়। জানা যায় কর্মসূত্রে অবিস্মিতা বর্তমানে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের মাগুরমারী দুই গ্রাম পঞ্চায়েতের পূর্ব আলতা গ্রাম সুস্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার পদে কর্মরত। 



তিনি বলেন গত ২০০৯ সালে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে স্টাফ নার্স হিসেবে নিজের কর্মজীবন শুরু করেছিলেন, এরপর টানা ১০ বছর সফলভাবে নার্সিং করার পর ২০১৯ সালে ছয় মাসের প্রশিক্ষণ শেষে কমিউনিটি হেলথ অফিসার পদে যোগ দেন, অবিস্মিতার ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই জেলা জুড়ে খুশির হাওয়া।