প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিল জেলা প্রশাসন
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-
১৫ মে থেকে ২৩ মে পর্যন্ত পূর্ব বর্ধমান জেলা জুড়ে প্রাকৃতিক বিপর্যয়ে যে ৪জন মারা গেছিলেন, শুক্রবার তাঁদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিল জেলা প্রশাসন। এদিন জেলাশাসকের অফিসে ক্ষতিপূরণের এই চেক তুলে দিলেন রাজ্যের বিদ্যুতমন্ত্রী অরূপ বিশ্বাস, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, সভাধিপতি শম্পা ধাড়া, জেলাশাসক প্রিয়াংকা সিংলা প্রমুখরা।
উপস্থিত ছিলেন বিধায়ক নিশীথ মালিক, অলোক মাঝি, খোকন দাস সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষরাও। উল্লেখ্য, এই সময়কালে বজ্রাঘাতে মারা যান জামালপুর ব্লকের ভোম্বল ধাড়া। রায়না ১ ব্লকের দেওয়াল চাপা পড়ে মারা যান সাবিত্রী কুণ্ডু। বর্ধমান ২ ব্লকের গাছ চাপা পড়ে মৃত্যু হয় দিলীপ কুমার ঘোষের। মন্তেশ্বর ব্লকে ঝড়ের দাপটে দোতলা থেকে পড়ে মৃত্যু হয় সুজিত বর্মণের।
এদিন মৃতদের নিকট আত্মীয়দের হাতে ২ লক্ষ টাকার ক্ষতিপুরণ চেক তুলে দেওয়া হয়। এই ক্ষতিপূরণের চেক নিতে এসে কান্নায় ভেঙে পড়েন ভোম্বল ধাড়ার স্ত্রী মুক্তি ধাড়া এবং দিলীপ কুমার ঘোষের স্ত্রী পূরবী ঘোষ।
মন্ত্রী অরূপ বিশ্বাস তাঁদের শান্তনা দিয়ে জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁদের পরিবারের পাশে সবসময় রয়েছেন।
0 মন্তব্যসমূহ
thanks