লাঠি ও ঝাড়ু হাতে নিয়ে মদের দোকান বন্ধ করে দিলো মহিলারা

protest of women
মদের দোকানের সামনে প্রতিবাদী মহিলারা 



পশ্চিম বর্ধমান জেলার হিরাপুর থানার অন্তর্গত বার্নপুর এলাকায় অবৈধ মদের দোকানের বিরুদ্ধে মঙ্গলবার রাতে মহিলারা সরব হয়ে ওঠে। একই সাথে মদের দোকানে তোলপাড় সৃষ্টি করে ও বন্ধ করে দেয়।

(ads1)

হাতে লাঠি ও ঝাড়ু হাতে নিয়ে মহিলারা পৌঁছে মদের দোকান বনধ করে দেয়, পরে মহিলারা হিরাপুর থানার সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে ও থানার মেজ বাবুর হাতে এক অভিযোগ পত্র তুলে দেয়।

৭৮ নং ওয়ার্ডের স্থানীয় মহিলারা বলেন বার্নপুর বাসস্ট্যান্ডের কাছে একটি বেআইনি মদের দোকান চলছে। যার জেরে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। প্রায়ই মদের দোকানে মদ্যপদের জমায়েত হয় ও তারা অশালীন আচরণ করে। যার ফলে মহিলারা ওই রাস্তার পাশ দিয়ে যাতায়াত করার সময় নিজেদের নিরাপত্তা নিয়ে সমস্যায় পড়েন।

(ads2)

তাদের আরও অভিযোগ-একই সাথে অঞ্চলের পরিবেশ ও শান্তি বিঘ্নিত করছে ওই অবৈধ মদের দোকান। তাই অবিলম্বে ওই মদের দোকান বন্ধ করতে হবে।