প্রচন্ড দাবদাহের মধ্যে খুশির খবর, বৃষ্টির সম্ভাবনা উত্তরে এই কয়েকটি জেলায়
উত্তরবঙ্গে তাপপ্রবাহ চলছে। আজ ৩৯ ডিগ্রি সেলসিয়াস এর পারদ ছুঁয়েছে । গরমে হাঁসফাঁস অবস্থার মাঝে এলো খুশির খবর। IMD এর আবহাওয়ার খবরে বলা হয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কিন্তু জুনের শুরুতেই রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি আবহাওয়া অফিসের। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে পশ্চিমের কয়েকটি জেলায়। কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গে (South Bengal) গরম ও অস্বস্তি বাড়বে।
তবে ৩১ মে থেকে ৪ জুন পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে এক দুই জায়গায় হাল্কা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দুই দিনাজপুর এবং মালদার আবহাওয়ার কোন পরিবর্তন হবে না বলেই জানিয়েছে IMD ।
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ কৃষি মৌসম সেবার পক্ষ থেকেও জানানো হয়েছে-
কোচবিহার, জলপাইগুড়ি- আগামী ১ জুন বিক্ষিপ্ত ভাবে খুব হালকা বৃষ্টি, ২ থেকে ৪ জুন মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
আলিপুরদুয়ার- আগামী ১ জুন বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি, ২ থেকে ৪ জুন মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
উত্তর দিনাজপুর- আগামী ৩১ মে থেকে ৪ জুন বৃষ্টির সম্ভাবনা নেই।
0 মন্তব্যসমূহ
thanks