WBJEE: রাজ্য জয়েন্টে প্রথম সাহিল আখতার, প্রথম ও দ্বিতীয় একই স্কুলের, দেখুন মেধা তালিকা

CE-AH
0

WBJEE: রাজ্য জয়েন্টে প্রথম সাহিল আখতার, প্রথম ও দ্বিতীয় একই স্কুলের, দেখুন মেধা তালিকা



WBJEEB WBJECA 2023



প্রকাশিত হয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯১, ৯৭৪। ৩২, ৯৪৪ ছাত্রী পরীক্ষা দিয়েছিল। রূপান্তরকামী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ জন। পরীক্ষায় বসেছিল ৯৭, ৫২৪ জন। সফল হয়েছে ৯৬,৯১৩ জন। সাফল্যের হার ৯৯.০৪ শতাংশ। ২৬ দিনের মাথায় ফলপ্রকাশ রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের।


মেধা তালিকা:

প্রথম: মহম্মদ সাহিল আখতার, দিল্লি পাবলিক স্কুল রুবি পার্ক, CBSE বোর্ড

দ্বিতীয়: সোহম দাস রুবি পার্ক দিল্লি পার্বলিক স্কুলের ছাত্র

তৃতীয়: বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের সারা মুখোপাধ্যায়

চতুর্থ: সৌহ্রার্দ্য দণ্ডপট, মেদিনীপুর কলেজিয়েট স্কুল

পঞ্চম: অয়ন গোস্বামী, দুর্গাপুরের হেমশীলা মডেল স্কুল

ষষ্ঠ: অরিত্র অম্বুধ দত্ত, সোদপুরের নারায়ণা স্কুল

সপ্তম: কিন্তন সাহা, কোটার মা ভারতী সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র

অষ্টম: সাগ্নিক নন্দী, বাঁকুড়া জেলা স্কুল

নবম: রক্তিম কুণ্ডু, কোটার দিশা ডেলফি পাবলিক স্কুলের ছাত্র

দশম: শ্রী রাজ চন্দ্র, হোলি অ্যাঙ্গেলস স্কুল

Post a Comment

0Comments

Post a Comment (0)
To Top