শুক্রবার প্রকাশিত হতে চলেছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল
শুক্রবার প্রকাশিত হতে চলেছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের ফল। ২৬শে মে ২০২৩, শুক্রবার ২টা ৩০ মিনিটে সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশিত হবে বলে জানা গেছে।
এবছর প্রায় ৯৮ হাজার পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছেন৷ তাঁরা তাঁদের র্যাঙ্ক কার্ড বোর্ডের ওয়েবসাইটে বিকেল ৪টের সময় থেকে ডাউনলোড করতে পারবেন৷
লিখিত পরীক্ষা নেওয়ার একমাসের মাথায় এ বার জয়েন্টের ফল প্রকাশ করছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড৷
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইট করে ফল প্রকাশের খবর জানিয়েছেন। তিনি টুইট করে জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, ২০২৩-এর ফলাফল আগামী ২৬ মে, ২০২৩, শুক্রবার, বেলা ২.৩০টের সময় একটি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হবে৷ প্রায় ৯৮ হাজার পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছেন এই বার৷ তাঁরা তাঁদের র্যাঙ্ক কার্ড বোর্ডের ওয়েবসাইটে বিকেল ৪টের সময় থেকে ডাউনলোড করতে পারবেন৷ সকল পরীক্ষার্থীকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই৷’
0 মন্তব্যসমূহ
thanks