১২ঘন্টা বনধ, রাস্তা অবরোধ আদিবাসী সম্প্রদায়ের, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন

CE-AH
0

১২ঘন্টা বনধ, রাস্তা অবরোধ আদিবাসী সম্প্রদায়ের, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন 

Strike


বর্ধমানের মন্তেশ্বর বামুনিয়া বাজারে আদিবাসী সম্প্রদায় মানুষরা ১২ঘন্টা বাংলা বনধের রাস্তা অবরোধ করে বিক্ষোভ। ঘটনাস্থলে হাজির বিশাল পুলিশ বাহিনী। 



বর্ধমানের মন্তেশ্বরের বামুনিয়া বাজারে আদিবাসী সেঙ্গেল অভিযান এর ডাকা সোমবার ১২ ঘন্টার বনধ এর সমর্থনে রাস্তা অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন তারা । স্তব্ধ যান চলাচল। 



প্রসঙ্গত উল্লেখ্য পুরুলিয়া জেলার মোর জঙ্গলপুর এলাকায় ১০০ আদিবাসী পরিবারকে সামাজিকভাবে বয়কট, এছাড়াও ঝাড়গ্ৰাম এলাকায় আদিবাসী পরিবারের উপর অত্যাচারের প্রতিবাদে এদিনের এই আদিবাসী সম্প্রদায় মানুষদের পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি।


এদিকে এই অবরোধের জেরে যানবাহন চলাচল বন্ধ,বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

Post a Comment

0Comments

Post a Comment (0)
To Top