তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যজ্ঞের অনুষ্ঠান

Sangbad Ekalavya
0

তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক যজ্ঞের অনুষ্ঠান করা হয়েছে শুক্রবার

jaggo



আসানসোলের ঊষা গ্রাম দুর্গা মন্দিরে আসানসোল পুর নিগমের মেয়র গুরুদাস চ্যাটার্জির নেতৃত্বে ও চাঙ্কি সিংয়ের সহযোগিতায় এই যজ্ঞের আয়োজন করা হয় ,বলে জানিয়েছেন গুরুদাস চ্যাটার্জি।

আসানসোল শিল্পাঞ্চলে তাপমাত্রার পারদ প্রায় ৩৫ থেকে ৪০ ডিগ্রির কাছে ওঠা নামা করছে। এমতাবস্থায় প্রচন্ড তাপদাহে অস্বস্তিতে শিল্পাঞ্চলের মানুষ। এই গরমের হাত থেকে শিল্পাঞ্চলকে কিছুটা রেহাই দিতে বরুন দেবের কাছে আরাধনায় এই যজ্ঞের আয়োজন করা হয়েছে বলে জানান চাংকি সিং।

এদিকে প্রচন্ড দাবদাহে দুপুরের পর থেকেই রাস্তাঘাট প্রায় ফাঁকা। জরুরী কাজে যে সমস্ত মানুষ রাস্তায় বের হচ্ছেন , তারাও মাথায় ছাতা নিয়ে রোদ চশমা পড়ে বের হচ্ছেন। পথ চলতি মানুষ ভিড় জমাচ্ছেন আমের শরবত ও ফলের রসের দোকানগুলিতে।

সব মিলে প্রচন্ড তাপদাহের হাত থেকে কিছুটা স্বস্তি পেতে বৃষ্টির অপেক্ষায় প্রমোদগুনছে শিল্পাঞ্চলবাসী।বৃষ্টির দেখা পেতে চাতক পাখির মত তাকিয়ে আছে শিল্পাঞ্চলবাসী।

Post a Comment

0Comments

Post a Comment (0)
To Top