অনুষ্ঠিত হলো তিন জেলার হজ যাত্রীদের প্রশিক্ষন শিবির

two men



জলপাইগুড়ি:

রবিবার জলপাইগুড়ি পুরসভার প্রয়াস সভা ঘরে রাজ্য হজ কমিটি এবং জেলা সংখ্যালঘু দপ্তরের উদ্যোগে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।

দার্জিলিং জেলা থেকে এবার হজ করতে যাচ্ছেন ৩৬ জনের একটি দল, জলপাইগুড়ি জেলা থেকে হজ যাত্রীর সংখ্যা এবার ৬২, পার্শ্ববর্তী জেলা কালিম্পং থেকে ৬ জন এবারের হজ যাত্রায় অংশ নেবেন।

সব মিলিয়ে তিনটি জেলার একশো চার জন হজ যাত্রীকে রবিবার বিশেষ প্রশিক্ষন প্রদান করা হলো বলে জানান, জেলার সংখ্যালঘু দপ্তরের আধিকারিক সিদ্ধার্থ সুব্বা।

সিদ্ধার্থ সুব্বা বলেন- " প্রতিটি জেলাতেই এই ট্রেনিং এর ব্যবস্থা করা হয়। কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলে মিলে যেহেতু হজ যাত্রীর সংখ্যা কম তাই তিন জেলার একই সাথে ট্রেনিং দেওয়া হলো।"