রাজ্য সরকারের পাস করা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে স্ট্রিট হকার উচ্ছেদ!
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি:
রাজ্য সরকারের পাস করা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে স্ট্রিট হকার উচ্ছেদ, জানালো স্ট্রিট ভেন্ডার এন্ড হকার্স ইউনিয়ন।
গত কয়েক দিন ধরে জলপাইগুড়ি পৌরসভা এবং পুলিস প্রশাসন জলপাইগুড়ি শহরের ফুটপাত দখলমুক্ত করার অভিযানে নেমেছে।
শনিবার সেই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলো, সি আই টি ইউ অনুমোদিত জলপাইগুড়ি স্ট্রিট ভেন্ডার এন্ড হকার্স ইউনিয়ন।
শনিবার এক সংবাদ সম্মেলন করে সংগঠণের জেলা সম্পাদক নীলাঞ্জন নিয়োগী বলেন, মুখে মা মাটি মানুষের দল বললেও গত কয়েক দিন ধরে যে ভাবে জলপাইগুড়ি শহরের শ্রমজীবী মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছে পৌরসভা এবং পুলিস সেটি কার্যত রাজ্য সরকার দারা পাশ করা স্ট্রিট ভেন্ডার এন্ড হকার্স আইনের বিপরীত বলে মনে করছি আমার। আমরাও চাই যানজট মুক্ত পরিবেশ, তবে যে ভাবে এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে তার সঙ্গে একমত নয় আমাদের সংগঠন।
এই বিশেষ আগামী সোমবার শহরের সমাজ পাড়ায় সমস্ত স্ট্রিট ভেন্ডার এবং হকার্স দের একটি আলোচনা সভা ডাকা হোলো সেই সভা থেকেই আগামি কর্মসূচি ঘোষনা করা হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊