রাজ্যে উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ, জেলায় প্রথম ধূপগুড়ির অঙ্কুর
ধূপগুড়ি, জয়ন্ত বর্মন
মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও মেধা তালিকায় জেলার দাপট লক্ষ্য করা গেল ধূপগুড়ির বৈরাতিগুড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্র অঙ্কুর রায়। রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে। মেধা তালিকা প্রকাশ হতেই দেখা যায় অঙ্কুর রায় উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৪৯১ ।
পড়ার পাশাপাশি খেলাধুলা করতো সে। পড়ার কোনো সময় ছিল না, যখন সময় পেত তখনই পড়াশোনা করতো। ফলাফল প্রকাশ হতেই অঙ্কুরের বাড়িতে ভিড় জমিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক সহ স্থানীয়রা। অঙ্কুর আগামী দিনে ডাক্তার হতে চায়। অঙ্কুরের বাবা রবিকান্ত রায় ধূপগুড়ি পৌরসভার চতুর্থ শ্রেণীর কর্মী। মা ভারতী রায় গৃহবধূ। ছেলের সাফল্যে আনন্দে আত্মহারা পরিবারের সদস্যরা।
এদিকে ফলাফল প্রকাশ হতেই ধূপগুড়ি পৌরসভা, বিদ্যালয়ের শিক্ষকরা এসে অঙ্কুরকে সংবর্ধনা জানান।পাশাপাশি মিষ্টিমুখ করানো হয় অঙ্কুরকে।
0 মন্তব্যসমূহ
thanks