স্বামী করেছে দ্বিতীয় বিয়ে, স্বামীর খোঁজে রায়গঞ্জ থেকে ধূপগুড়িতে এক গৃহবধূ
জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ
মঙ্গলবার স্বামীর খোঁজে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থেকে ধূপগুড়ির কদমতলা এলাকায় আসলেন এক গৃহবধূ। মনিমালা মন্ডল নামে ওই গৃহ বধূর অভিযোগ, তার স্বামী বাবলু মন্ডল দ্বিতীয় বিয়ে করে ধূপগুড়িতে বসবাস করছেন। এমনকি দীর্ঘদিন ধরে প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে যোগাযোগ নেই। এক ছেলে ও এক মেয়ের দেখভালের দায়িত্ব নেয় না বলে অভিযোগ করেন স্ত্রী।
নিজের এলাকার রেশন দোকান থেকে মাল তুলতে গিয়ে দেখে এক ছেলে ও এক মেয়ের রেশন কার্ড ট্রান্সফার হয়ে গেছে। অনলাইনে ঠিকানা দেখাচ্ছে ধূপগুড়ির বারঘরিয়ার কদমতলার।
সেই সূত্র ধরেই স্বামীকে খুঁজতে মঙ্গলবার ধূপগুড়ির কদমতলা এলাকায় পৌঁছায়। স্থানীয় বাসিন্দারা ওই গৃহবধূকে থানার দ্বারস্থ হতে বলেন। স্থানীয় কয়েকজন বাসিন্দা ওই গৃহবধূকে থানায় নিয়ে আসে।
এই প্রসঙ্গে ওই গৃহবধূ বলেন, ২০১১ থেকে আমার সঙ্গে সম্পর্ক নেই। এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাদের দেখভালের দায়িত্ব নেয় না। এমনকি রেশন কার্ড নিয়ে চলে এসেছে। আমি ডিভোর্স চাইছি। আমি ধূপগুড়ি থানার দ্বারস্থ হব।
0 মন্তব্যসমূহ
thanks