Latest News

6/recent/ticker-posts

Ad Code

পরীক্ষা কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ দেখালো বাসিন্দারা

পরীক্ষা কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ দেখালো বাসিন্দারা

tata consultancy


এক পরীক্ষা কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ দেখালো বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ প্রায় ৬ থেকে ৭ বছর ধরে চলছে এই পরীক্ষা কেন্দ্র। অন্যত্র নিয়ে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি তুলে আসছে স্থানীয় বাসিন্দারা।

আসানসোল অশোক নগর সারদা পল্লীর এই টাটা কনসালটেন্সি সার্ভিসের ফ্র্যাঞ্চাইজিস নিয়ে বিভিন্ন চাকরি সংক্রান্ত পরীক্ষা নেওয়া হয় বলে স্থানীয়দের দাবি।অভিযোগ পরীক্ষা দিতে আসা প্রার্থীরা তাঁদের যেখানে সেখানে গাড়ি পার্কিং করা এর পাশাপাশি রাস্তার মধ্যে টয়লেট করে দেয় যার ফলে পথ চলতি মানুষের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে

যদিও স্থানীয়রা জানিয়েছেন পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছেন এই সেন্টারটি অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে।

এদিন স্থানীয় কাউন্সিলর তপন ব্যানার্জি জানান, নিত্যদিনের পথ চলতি মানুষদের অসুবিধে হচ্ছে এই ব্যাপারে দীর্ঘদিন ধরে সেন্টারের কর্তৃপক্ষকে জানিয়ে আসছি তা সত্ত্বেও কোন ব্যবস্থা নেননি। সেন্টারটি অন্যত্র না সরালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code