Madhyamik Result 2023 : জুতোর দোকান সামলিয়েও মাধ্যমিকে ৬৪৯
একদিকে ফুটপাতে জুতোর দোকান অন্যদিকে পড়াশোনা-দুই দিক সামলেও ৬৪৯ নম্বর পেয়ে সকলের মুখ উজ্জ্বল করেছে অভিজিৎ ।
নিজের সখ আনদ কে ভুলে বাবার সাথে ফুটপাতে জুতো বিক্রি করেও চমকপ্রদ সাফল্য অর্জন করতে পেরেছে দেশবন্ধু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র অভিজিৎ দাস। তার মোট নম্বর ৬৪৯।
অভিজিৎ এর ইচ্ছে আইটিআই নিয়ে পড়া। অভিজিৎ এর মা বলেন অনেক টাই কষ্ট করে সে পড়াশোনা চালিয়ে গেছে। আজকে এই সাফল্য আমাদের দারুন ভাবে আনন্দিত করছে।
অভিজিৎ এর বাড়ি শহর থেকে ছাড়িয়ে পার্ক মোর এলাকায়। সেখানেই তার বাবার সাথে ফুটপাতে জুতো বিক্রি করে ।
সব ছাত্র দের পড়াশোনা ছাড়াও কিছু সখের কথা শোনা যায় কিন্তু এই ছাত্রের একটু ব্যাতিক্রম। কারণ তার পড়াশোনা ছাড়াও জুতোর দোকান সামলাতে হয়। তাই নিজের এইসব করার সময় পায় না। বাবার দোকানে পড়াশোনা করে অবসর সময়ে জুতোর দোকান সামলায় সে।
এই রেজাল্টের জন্য সে ধন্যবাদ জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকদের। তাদের জন্য ই এই সাফল্য বলে অভিজিৎ জানিয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊