NBSTC : আজ জলপাইগুড়ি থেকে দার্জিলিং এর পথে যাত্রা শুরু করলো সরকারী বাস
দার্জিলিং এর পথে যাত্রা শুরু |
জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত সরকারী বাস পরিসেবার শুভ সূচনা হয়েছে গত সোমবার। সোমবার NBSTC জলপাইগুড়ি শাখার উদ্যোগে NBSTC এর চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের হাত দিয়ে জলপাইগুড়ি থেকে দার্জিলিং সরকারী বাসের শুভ সূচনা হয়। তবে আজ প্রথম দার্জিলিং এর পথে যাত্রা করলো NBSTC এর বাস।
সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান পাপিয়া পাল , অনন্ত দেব অধিকারীসহ আরও অনেকে । মাত্র ২৮০ টাকায় দার্জিলিং ঘুরে আসার সুযোগ পেয়ে খুশি আমজনতা। শুধুমাত্র জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার ভারা ১৪০ টাকা।
জলপাইগুড়ি থেকে এই পরিসেবা চালু হওয়ার জন্য আনন্দ প্রকাশ করেছেন শহর ও শহর সংলগ্ন এলাকার বাসিন্দারা।
আজ জলপাইগুড়ি থেকে সকাল 8 টা 30 মিনিটে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দেয় বাস । দার্জিলিং থেকে এই বাস আবার ফিরে আসবে জলপাইগুড়িতে, বিকাল ৩ টায় দার্জিলিং থেকে বাসটি ছাড়বে।
দার্জিলিং এর উদ্দেশ্যে যাত্রা |
এতো সামান্য খরচে দার্জিলিং যাওয়ার সুযোগে আনন্দিত মানুষজন । প্রথমদিনে বাসভর্তি যাত্রী নিয়েই দার্জিলিং এর উদ্দেশ্যে যাত্রা করলো NBSTC এর বাস।
0 মন্তব্যসমূহ
thanks