Mamata Banerjee: 'লোকসভা ভোটের আগে বিজেপির শেষের শুরু':মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee




কর্ণাটক বিধানসভা নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেল কংগ্রেস। ম্যাজিক ফিগারের বেশি আসন ইতিমধ্যে তাদের ঝুলিতে। আর তার পরেই উচ্ছ্বাস সারা দেশের হাত শিবিরে। এদিকে বিজেপির পতনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য লোকসভা ভোটের আগে বিজেপির শেষের শুরু।



‘ঔদ্ধত্য, অহংকার, এজেন্সি-রাজনীতির বিরুদ্ধে মানুষ জবাব দিয়েছে। লোকসভা ভোটের আগে বিজেপির শেষের শুরু’, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপিকে বিধলেও কংগ্রেসের নাম মুখেও আনেননি মমতা বন্দ্যোপাধ্যায়।



'পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ায় কর্ণাটকের জনগণকে কুর্নিশ', কর্ণাটকে বিজেপির ভরাডুবির পর ট্যুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



এদিকে কর্ণাটক দখলে আসতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। ‘দিদি বলেছিলেন রাহুলকে দিয়ে কিছু হবে না। তৃণমূল এখন আঞ্চলিক দল, আমরা গ্রামীণ দল করে দেব। আগামী দিনে তৃণমূল উঠে যাবে। হয় কংগ্রেস নয় বিজেপি, মাঝে কিছু নেই।’ মন্তব্য অধীরের।