Karnataka Election Results 2023: কর্ণাটকে একক সংখ্যাগরিষ্ঠতা কংগ্রেসের, হার স্বীকার বিজেপির

Karnataka Election Results 2023: কর্ণাটকে একক সংখ্যাগরিষ্ঠতা কংগ্রেসের, হার স্বীকার বিজেপির

কর্ণাটকে একক সংখ্যাগরিষ্ঠতা কংগ্রেসের, হার স্বীকার বিজেপির


এভাবেও ফিরে আসা যায়। আজ কর্ণাটকের বিধানসভা ভোটের ফলের দিকে নজর ছিল সকলের। কর্ণাটকের বিধানসভা নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেল কংগ্রেস। প্রথম থেকে আত্মবিশ্বাস দেখিয়েও, হার স্বীকার করল বিজেপি। বরাবরই ১০০-এর বেশি আসনে এগিয়ে ছিল কংগ্রেস। শেষমেশ ম্যাজিক ফিগার পেড়িয়ে কর্ণাটক দখল কংগ্রেসের। 



একেবারে শুরুতে কংগ্রেস এবং বিজেপি-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেলেও, মুহূর্তে বিজেপি-কে পিছনে ফেলে ঢের এগিয়ে যায় কংগ্রেস। ২২৪ আসনের কর্নাটক বিধানসভার ম্যাজিক ফিগার ১১৩। সেই সংখ্যা পেড়িয়ে বড় জয়ের দিকেই এগিয়ে যাচ্ছে হাত শিবির। 



২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে, কর্নাটকের এই ফলাফল কংগ্রেসকে বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ