Karnataka New CM: কর্নাটকের মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়া
কর্নাটকের মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়া। কর্ণাটক বিধানসভা নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায় কংগ্রেস। ফল প্রকাশের পাঁচ দিনের মাথায় মুখ্যমন্ত্রী হচ্ছেন কে, জানা গেল সে খবর। কর্নাটকের মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়া। উপ মুখ্যমন্ত্রী হচ্ছেন ডিকে শিবকুমার। শনিবার কর্ণাটকের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবে সিদ্দারামাইয়া।
সিদ্দারামাইয়ার তুলনায় অনেকটাই কমবয়সী শিবকুমার কর্নাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি। তাঁর নেতৃত্বে দক্ষিণের এই রাজ্যে বিপুল জয় পেয়েছে কংগ্রেস। এরপরে মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে চলছিল জলঘোলা। এবার সেই প্রতীক্ষার অবসান।
'দুজনে একসঙ্গে কাজ করে কর্নাটকের ভবিষ্যৎ এবং কর্নাটকবাসীর ভবিষ্যৎ উন্নত করবেন। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ', এমনটাই ট্যুইট করেছেন ডিকে শিবকুমার।
সিদ্দারামাইয়া বলেছেন, 'আমাদের হাত সবসময়ে একসঙ্গে থাকবে কন্নড়দের স্বার্থ রক্ষা করার জন্য, কংগ্রেস পরিবারের মতো কাজ করবে।'