CBSE Board Result 2023: CBSE বোর্ডের দশম ও দ্বাদশের ফল জানা যাবে কিভাবে?

CBSE Board Result 2023: CBSE বোর্ডের দশম ও দ্বাদশের ফল জানা যাবে কিভাবে? 


NTA NEET EXAM 2023




সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলপ্রকাশএর তারিখ ইতিমধ্যে জানিয়ে দেওয়া হবে বোর্ডের তরফে। সিবিএসই বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলপ্রকাশ একই দিনে হওয়ার সম্ভাবনা রয়েছে। মোবাইল অ্যাপ, মেসেজসড় পড়ুয়ারা একাধিক মাধ্যম এবং ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখে নিতে পারবে।



সিবিএসই-র অফিশিয়াল ওয়েবসাইট cbse.gov.in এবং cbse.nic.in থেকে পরীক্ষার ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়াও রয়েছে আরও একটি ওয়েবসাইট cbseresults.nic.in । DigiLocker এবং UMANG অ্যাপ ব্যবহার করে পরীক্ষার ফল জানা যাবে। ফল দেখার জন্য রোল নম্বর, অ্যাডমিট কার্ড আইডি এবং স্কুল নম্বর লাগবে।



এবছর দশম শ্রেণির ২১,৮৬,৯৪০ জন আর দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছে ১৬,৯৬,৭৭০ জন। মোট ৩৮,৮৩,৭১০ জন পড়ুয়া এবার সিবিএসই পরীক্ষা দিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ