Latest News

6/recent/ticker-posts

Ad Code

আসানসোলের সিবিআই আদালতে হাজিরা দিলেন অনুব্রতের সঙ্গী আবদুল লতিফ

আসানসোলের সিবিআই আদালতে হাজিরা দিলেন অনুব্রতের সঙ্গী আবদুল লতিফ 

আবদুল লতিফের আইনজীবী শেখর কুন্ডু


পশ্চিম বর্ধমান আসানসোল অনুব্রত মন্ডলের সাথে তার সঙ্গী আবদুল লতিফের  জড়িত থাকার অভিযোগ আনে সিবিআই কিন্তু আবদুল লতিফের আইনজীবী সুপ্রীম কোর্টের থেকে সুরক্ষা কবচ নিয়ে আসে শর্তসাপেক্ষে। 


আদালত নির্দেশ দিয়েছে কোন প্রশাসন মামলা চলাকালিন তাকে গ্রেপ্তার করতে পারবে না এবং সপ্তাহের তিনদিনের মধ্যে একদিন সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে । সেই সাথে আরও বলা হয়েছে আদালতে নির্দিষ্ট দিনেও হাজিরা দিতে হবে । 


সেই আদেশানুসারে সোমবার আসানসোলের সিবিআই আদালতে হাজিরা দিতে আসেন আবদুল লতিফ। আবদুল লতিফের আইনজীবী শেখর কুন্ডু জানান সুপ্রিম কোর্টের নির্দেশ তারা যথাযথ ভাবে পালন করছেন। 


গত শনিবার আসানসোল আদালতে এক আইনজীবীর মৃতুর কারণে কনডোলেন্স হবার জন্য সেদিন আদালতে পেশ হলেও কোন অগ্রগতি হয়নি । আজ পুনরায় তাকে আদালতে পেশ করা হয়েছে এবং তাকে আগামী ২০ শে মে পুনরায় আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। 


সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল তিনদিনের মধ্যে একদিন সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে এবং পরবর্তী কালে চারদিনে একদিন হাজিরা দিতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code