Dhupguri News : গভীর রাত্রে ভয়ঙ্কর দূর্ঘটনা ধূপগুড়িতে
ধূপগুড়ির চৌপথিতে লরি এবং মারুতির সংঘর্ষ, আহত-১। লরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান।
শুক্রবার রাত ৩ টা নাগাদ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যে ছড়িয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ধূপগুড়ি থানার পুলিশ এবং দমকল কর্মীরা। আহত ব্যক্তিকে উদ্ধার করে ধূপগুড়ির গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় দমকল কর্মীরা।
জানা গেছে, এদিন ফালাকাটার দিক থেকে একটি মারুতি দ্রুতগতিতে এসে চৌপথি পার হতে থাকে। ঠিক সে সময় একটি লরি আসে এবং মারুতি টিকে ধাক্কা মারে। মারুতিটি দুমড়ে মুচরে যায়। পরবর্তীতে লরিটি রাস্তার পাশেই থাকা বেশ কয়েকটি দোকান ধাক্কা মারায় কয়েকটি দোকান ভেঙ্গে যায়।
Post a Comment