WBPSC FOOD SI: ফুড সাপ্লাইয়ের এসআই পদে নিয়োগ, আবেদন গ্রহন শুরু হবে কবে?

WBPSC FOOD SI



পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ফুড সাপ্লাই এসআই (WBPSC FOOD SI) পদে আবেদন করতে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে রাজ্যের বেকার যুবক যুবতীরা। কবে থেকে শুরু হবে ফুড সাপ্লাইয়ের আবেদন গ্রহন তা নিয়ে উদ্বিগ্ন সকলেই। এপর্যন্ত পাবলিক সার্ভিস কমিশন এনিয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। তবে সূত্রের খবর এপ্রিলের মাঝামাঝি সময়েই প্রকাশিত হতে চলেছে WBPSC FOOD SI -এ নিয়োগের বিজ্ঞপ্তি। তারপরেই শুরু হবে আবেদন গ্রহন।



WBPSC Food SI Exam 2023-এর জন্য যোগ্য হবার জন্য প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। WBPSC Food SI Recruitment 2023 এর নির্বাচন প্রক্রিয়ায় তিনটি প্রধান পর্যায় আছে লিখিত পরীক্ষা, নথি যাচাইকরণ এবং পার্সোনালিটি টেস্ট ।



জানা যাচ্ছে প্রথম পর্যায়ে একটি লিখিত পরীক্ষা (WBPSC FOOD SI) হবে। জেনারেল স্টাডিজ ও গণিতের ওপর। এরপর প্রার্থীদের বিভিন্ন দিক নিয়ে কমিশন দ্বারা প্রণীত প্যানেল দ্বারা ইন্টারভিউ হবে। এই প্রক্রিয়ায় সম্পন্ন হবে নিয়োগ। 

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন, বিজ্ঞপ্তি, যোগ্যতা, বয়সসীমা ইত্যাদি সম্পর্কে জানতে অবশ্যই কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট www.wbpsc.gov.in এ নজর রাখুন। এপ্রিলের মাঝামাঝি সময়েই প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।