Summer Vacation : মে মাসের ২ তারিখ নয়, এপ্রিল থেকেই স্কুল ছুটি- জেনেনিন


Summer Vacation



আগামী ২ মে থেকেই সরকারি স্কুলে গ্রীষ্মের ছুটি পড়বে, বুধবার ফের জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২ মে-র আগের দিন সোমবার, মে দিবসে স্কুল ছুটি। তার আগের দিন রবিবার। ফলে, শনিবার স্কুল হয়েই গ্রীষ্মের ছুটি পড়ে যাবে। ফলে মে মাসের ২ তারিখ নয়, এপ্রিল থেকেই কার্যত স্কুল ছুটি ।

এই গ্রীষ্মকালীন ছুটির পরে কবে স্কুল খুলবে, তা পরে বিজ্ঞপ্তি দিয়ে জানাবে শিক্ষা দফতর। এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

এদিকে এবার গরমের ছুটি নিছক ছুটি হিসাবে কাটালে চলবে না।বিদ্যালয় শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী বিদ্যালয়গুলির Summer Vacation এর সময় "Summer Project" নামে একটি প্রকল্প গ্রহন করা হয়েছে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত্য ছত্রছাত্রীদের জন্য।


শিক্ষাদপ্তর সূত্রে খবর- এই Project এর মূল উদ্দেশ্য হলো Summer Vacation চলাকালীন ছাত্র ছাত্রীদের পড়াশুনার প্রতি তাদের আগ্রহ ধরে রাখতে, নিজের হাতে বিভিন্ন প্রকল্প তৈরি করে নিজেদের অভিনব ভাবনার বহিঃপ্রকাশ ঘটাতে, Critical thinking, সৃষ্টিশীল মানসিকতা গড়ে তুলতে, বিভিন্ন Exposure visit এ গিয়ে নিজেদের সমৃদ্ধ করতে, নেতৃত্ব দানের অধিকারী হওয়ার সুযোগ গড়ে তুলতে, Joyful Learning এর মাধ্যমে ছাত্র ছাত্রীদের উৎকৃষ্টতম জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে এই Summer Project.