Ram Navami Violence: রামনবমীতে হিংসা, অশান্তি নিয়ে NIA তদন্তের নির্দেশ হাইকোর্টের



highcourt



রাম নবমীতে রাজ্যের একাধিক জায়গায় হিংসা ও অশান্তির ঘটনায় NIA তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রামনবমীতে হাওড়া, হুগলি, ডালখোলায় অশান্তির ঘটনায় আদালতে মামলা করেছিলেন সেই মামলায় আদালতের এই নির্দেশ।



ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি. এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ আগামী দুই সপ্তাহের মধ্যে এনআইএ-কে সমস্ত নথি হস্তান্তরের জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে। এখনও পর্যন্ত নির্দেশনামার বিশদ নথি আসেনি। তবে বিচারপতি জানিয়েছেন, রামনবমীতে যে অশান্তি ঘটেছিল, তার তদন্ত করবে এনআইএ।



হাওড়া-সহ একাধিক জায়গায় পর পর অশান্তির ঘটনায় সিবিআই বা এনআইএ, বা দুই সংস্থাকেই যৌথ ভাবে তদন্তের ভার দেওয়ার দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী।