WB DA News Update : ডিএ মামলা নিয়ে ফের ধাক্কা রাজ্যের সরকারী কর্মচারীদের
রাজ্য সরকারের কর্মীদের ডিএ মামলা নিয়ে বড় আপডেট। ২৮ এপ্রিল রাজ্যের দায়ের করা SLP মামলার শুনানি ছিলো সুপ্রিম কোর্টে। এই নিয়ে অষ্টম বার কোর্টে উঠে এই মামলা।
বার বার হতাশ হবার পর একপ্রকার আশা ছেড়ে দিয়েছে সরকারি কর্মচারী মহল। আজ হল তাই।
রাজ্যের সরকারী কর্মচারীদের ডিএ মামলা ফের পিছিয়ে গেলো। এবার একেবারে জুলাই এর ১৪ তারিখ।
জানা গিয়েছে সরকারী আইনজীবী উপস্থিত না থাকায় জুনিয়ার উকিল পাস ওভার চায়।
একটি মন্তব্য পোস্ট করুন